শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। আদালতে এ নিয়ে মামলার পাহাড় জমেছে। তার মধ্যেই প্রকাশ্যে এল শিক্ষক বদলি বিতর্ক। সোমবার শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, “ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। এখন দেখছি বদলিতেও দুর্নীতি! এটা খুবই খারাপ ইঙ্গিত দিচ্ছে।”
প্রসঙ্গত, ঝালদা হাইস্কুলের এক শিক্ষক বদলি সংক্রান্ত মামলার শুনানি ছিল সোমবার। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই মামলা ওঠে। তিনি জেলা স্কুল পরিদর্শককে আদালতে ডেকে পাঠান। স্কুল পরিদর্শক বলেন, “ঝালদা স্কুলে ২১ জন শিক্ষক ছিলেন, ইতিমধ্যেই ৮ জন বদলি নিয়ে চলে গিয়েছেন। ৬০ শতাংশ শিক্ষকই বদলি নিয়ে অন্য জেলায়। বদলির কারণে গোটা জেলার সব স্কুলের অবস্থা খুব খারাপ। ছাত্র ও শিক্ষক অনুপাত রক্ষা করা যাচ্ছে না”।
বিষয়টি নিয়ে ২ সপ্তাহের মধ্যে পুরুলিয়া জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারপতি । এই মামলার পরবর্তী শুনানি ২০ জানুয়ারি।
সূত্র- সংবাদ প্রতিদিন
শিক্ষক বদলিতেও দুর্নীতির আঁচ, ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি

মতামত দিন