নিজস্ব প্রতিনিধি: রবিবার পূর্ব মেদিনীপুর জেলা সিকিউরিটি সার্ভিস অ্যান্ড এলায়েড ওয়ার্কার্স ইউনিয়নের সম্মেলন হলদিয়ার শ্রমিক ভবনে অনুষ্ঠিত হল। সম্মেলনে শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি ওঠে। বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সিকিউরিটি ফেডারেশনের রাজ্য সভাপতি দিলীপ দাস।
সম্মেলনে নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে, বর্তমান রাজ্য সরকারের আমলে শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের ওপর নানাভাবে নিপীড়ন করা হচ্ছে। শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই সংগঠনের তরফে আরো উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়। সম্মেলনের শুরুতে শ্রমিকদের মিছিল এলাকা পরিক্রমা করে।
নিরাপত্তা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল হলদিয়ায়

মতামত দিন