ক্ষমতায় এসে বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর সেই প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে ব্যর্থ বলে অভিযোগ বিজেপি বিরোধী সবকটি রাজনৈতিক দল থেকে শুরু করে গণসংগঠন, সামাজিক সংগঠন ও নাগরিক সংগঠনের। গুজরাতেও এই অভিযোগ বিরোধীদের। মোদি-শাহের রাজ্যে বেকারত্ব আকাশ ছুঁয়েছে। এমনটাই অভিযোগ প্রদেশ কংগ্রেস সমর্থিত বিধায়ক ও দলিত নেতা জিগনেশ মেভানির।
সম্প্রতি, এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মেভানি বলেন, “গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচন স্বৈরাচার, বেকারত্ব ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানুষের অধিকার রক্ষার লড়াই হতে যাচ্ছে।” এ লড়াইতে মানুষের রায়ে কংগ্রেস জিতবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। তিনি আরও বলেন, “আসন্ন গুজরাত নির্বাচন দেশকে নতুন দিশা দেখাবে। বিজেপির বিরুদ্ধে গুজরাতের মানুষ নীরবে ঐক্যবদ্ধ হচ্ছেন। ব্যালট বাক্সে এর প্রতিফলন পড়বে।” তিনি আশাপ্রকাশ করেন, গুজরাত বিধানসভায় ১২০টি আসনে কংগ্রেস জিতবে এবং সে রাজ্যে অন্ধকার যুগের অবসান ঘটবে।
প্রসঙ্গত, মেভানি ২০১৭ সালে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেন। দলিত নেতা হিসাবে গুজরাতের যুব সম্প্রদায়ের মধ্যে চরম জনপ্রিয় জিগনেশ মেভানি।
সূত্র- দ্য প্রিন্ট
গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের মূল হাতিয়ার বেকারত্ব: জিগনেশ মেভানি

মতামত দিন