ফের সেবক রংপো নির্মীয়মান টানেলের একটা অংশ ধসে পড়ল। ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কর্মরত এক শ্রমিকের। এই নিয়ে একাধিকবার টানেল ধসে মৃত্য়ুর ঘটনা ঘটল। ঘটনার পর থেকে অস্থায়ীভাবে কাজ বন্ধ করে রাখা হয়েছে। রেলের ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সিকিম সীমানায় মেল্লির কাছে ভালুখোলায় ১০ নম্বর টানেলের কাজ চলাকালীন উপর থেকে আচমকা পাথরের চাঙড় ভেঙে পড়ে।
চাঙড়ের নীচে বেশ কয়েকজন চাপা পড়েন। বাকিদের টেনে বের করা গেলেও একজনকে বের করতে করতেই সম্ভবত তাঁর মৃত্যু হয়। মৃত শ্রমিকের নাম শঙ্কর বর্মন। তাঁর বাড়ি কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার পারডুবি এলাকায়। এছাড়াও জখম হয়েছেন দীপক সিং, শেখর টুডু। এর আগেও টানেলের একাংশ ধসে পড়ায় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার জেরে কাজে যুক্ত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
সূত্র- আজতক বাংলা
রেলপথ টানেলে ধস, মৃত্যু এক শ্রমিকের

মতামত দিন