রাজ্য সরকার ১ মার্চ থেকে ৩% ডিএ দেওয়ার নির্দেশিকা ঘোষণা করলে, গতকাল মন্ত্রী ফিরহাদ হাকিম ডিএ আন্দোলনকে কটাক্ষ করে মন্তব্য করেন। ৩% ডিএ প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি । এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির এক স্কুল শিক্ষক সেই দিনই সরকারি ডিএ ফিরিয়ে দেন।
শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের শিক্ষক প্রবীর বর্মন ডিএ অস্বীকার করে চিঠি পাঠান জেলা পরিদর্শকের অফিসে। সংবাদমাধ্যমকে স্পষ্টত জানিয়েছেন, তিনি ভিক্ষার দান চান না। আরও বলেন, তিনি ডিএ প্রত্যাখ্যান করেছেন সাধারণ নাগরিক হিসেবে, সেই টাকায় মানুষের সেবা করা হোক।
ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ছাত্রদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত না হলে তাঁরা আন্দোলন করতেই পারেন। অন্যদিকে এই নজিরবিহীন ঘটনাকে ঘিরে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন।
সূত্র – হিন্দুস্তান টাইমস বাংলা
ডিএ ফিরিয়ে দিলেন শিলিগুড়ির শিক্ষক

মতামত দিন