নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের রোষের মুখে পড়ে চাকরি ছাড়তে বাধ্য হলেন ভোজপুরী শিল্পী নেহা সিং রাঠোরের স্বামী হিমাংশু সিং। তিনি একটি সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং সেন্টারে কাজ করতেন।
কানপুরে সম্প্রতি উচ্ছেদের সময় আগুনে পুড়ে এক পরিবারের মা-মেয়ের মৃত্যু হয়। এই ঘটনায় গান বেঁধে ভিডিওতে সম্প্রচার করেন তাঁর স্ত্রী নেহা। গানটি ভাইরাল হবার পর মঙ্গলবার রাতে নেহার বাড়িতে পুলিশ যায়। পুলিশ ও বিজেপি সরকারের তরফে তাঁর ওপর আক্রশ থেকে বলা হয় তিনি সমাজে উত্তেজনা তৈরি করেছেন। নেহা ও তার স্বামীর ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়।
হিমাংশু সিং যে কোচিং সেন্টারে কাজ করতেন সেখান থেকে তাঁকে ইস্তফা দিতে বাধ্য করানো হয়। পুলিশ নোটিশ দেওয়ার পর তাঁকে কোচিং সেন্টার কর্তৃপক্ষ ইস্তফা দিতে বলে।
যোগী সরকারের রোষে চাকরি ছাড়তে বাধ্য হলেন প্রতিবাদীর স্বামী

মতামত দিন