এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে। শিক্ষক পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে এই বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, যোগ্য প্রার্থীদের নিয়োগ করুক সরকার। মঙ্গলবার অভিনব উপায়ে এই প্রতিবাদে শামিল হলেন তাঁরা। কালো পোশাক পড়ে তাঁরা এদিন বিক্ষোভ দেখান। সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন তাঁরা।
এক চাকরিপ্রার্থী বলেন যে, “আজকে আমরা দুটি দিক তুলে ধরেছি। প্রথমত, মহিলা চাকরিপ্রার্থীরা কালো পোশাক পড়ে আন্দোলনে শামিল হয়েছেন এবং দ্বিতীয়ত, অর্ধ উলঙ্গ রূপ আমরা তুলে ধরেছি”। কারণ হিসেবে তিনি বলেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষা বিভাগে যে দুর্নীতি চলছে তাতে শিক্ষা ব্যবস্থাটা অন্ধকারে তলিয়ে যেতে বসেছে।
সূত্র- এবিপি আনন্দ
৭০০ দিন পেরিয়ে গেল এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন

মতামত দিন