ডিএ (মহার্ঘ ভাতা) মামলা এখনও ঝুলছে সুপ্রিম কোর্টে। এর মধ্যেই সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ‘ডিজিটাল অসহযোগিতা’-র পথে হাঁটল। আগামী ১৮ মার্চ থেকে রাজ্য সরকারকে ডিজিটাল মাধ্যমে আর সহযোগিতা করবেন না প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং সরকারি কর্মীরা।
ডিএ-র দাবিতে গত ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের সংগঠন। এ বার তাদের তরফে জানানো হয়েছে, ওই ধর্মঘটের থেকে আরও এক ধাপ এগিয়ে ডিজিটাল অসহযোগিতার পথে হাঁটতে চলেছেন তারা।
সরকারি কর্মীরা ১৮ তারিখ থেকে সরকারি সমস্ত হোয়াটস্অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাবেন। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টে ৩০ মিনিট পর্যন্ত কাজের সময়। ওই সময়ের আগে এবং পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ গ্রহণ করবেন না। ছুটির দিন দফতরের কাজ করবেন না। অফিসের বাইরে অনলাইন মিটিং করবেন না। ব্যক্তিগত ফোন, কম্পিউটার, ডেটা ব্যবহার করে অফিসের কোনও কাজ করবেন না।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
ডিএ-র দাবিতে ডিজিটাল অসহযোগিতা

মতামত দিন