আরও এক বছর কেটে গেলেও অন্ধকারে চাকরিপ্রার্থীরা। পরিবার থেকে দূরে আন্দোলনকারীদের ইংরেজি নববর্ষ কাটল খোলা আকাশের নিচে। প্রায় দু’বছর ধরে আন্দোলন চলছে এসএলএসটি চাকরিপ্রার্থীদের। ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে তাঁদের অবস্থান ৬৫৮ দিনে পড়ল। এক বিক্ষোভকারী জানান, “আমরা সমাধান চাই। সরকার আমাদের হয়ে উদ্যোগ নিক। অযোগ্যদের বাদ দিয়ে আমাদের নেওয়া হোক”।
নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই অস্বস্তিতে রাজ্য সরকার। তারা চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করেছে। কিন্তু আশ্বাসই সার। এখনও ভরসা পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। তাঁদের সাফ কথা, সরকার নিয়োগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
সূত্র – আজ তক বাংলা
বছর শুরুর উৎসবের মধ্যেও অন্ধকারে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা

মতামত দিন