রবিবার এসএসসি, প্রাইমারি, মাদ্রাসা সার্ভিস কমিশন-সহ সব স্তরের চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে রাজপথে পা মেলালেন। তাঁদের দাবি, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা সরকারকে নিশ্চিত করতে হবে। শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী মঞ্চের ডাকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এই মিছিলটি হয়।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরোধিতায় চাকরিপ্রার্থীদের এই অবস্থান বিক্ষোভ ৬০০ দিনে পড়েছে। কিন্তু এ বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। উপরন্তু, সম্প্রতি করুণাময়ী থেকে রাতের অন্ধকারে পুলিশ দিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় বর্তমান শাসক দল। এ নিয়ে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। সম্প্রতি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি মন্তব্য ঘিরেও নিন্দার ঝড় ওঠে। তিনি বলেছিলেন, আন্দোলন করলেই সবাই চাকরি পাবে এটি ভুল ধারনা। এ বিষয়ে আন্দোলনকারীদের প্রতিক্রিয়া, প্যানেলে তাঁদের নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা হয় নি।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মিছিল রাজপথে

মতামত দিন