৬৬৩ দিন রাস্তায় থাকার পর অবশেষে মিলছে চাকরি। চাকরিপ্রার্থীদের একটাই দাবি, যোগ্যরা চাকরি পান। আন্দোলনের তীব্রতায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা গড়ায় আদালতে। সেখানে অযোগ্যদের বরখাস্ত করার যে নির্দেশ আদালত দিয়েছিল, সেসব পদেই এই ৬৫ জনকে নিয়োগ করা হচ্ছে।
প্রসঙ্গত, আদালতের নির্দেশে ১০২ জন ‘অযোগ্য’ প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। অবিলম্বে সেই সব পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু কমিশন জানিয়েছিল, ৬৫ জনের নাম আছে ওয়েটিং লিস্টে। সেখান থেকেই নিয়োগ করা সম্ভব। শুক্রবার নিয়োগের সুপারিশপত্র হাতে পেলেন কয়েকজন আন্দোলনকারী হবু শিক্ষক। তাঁরা বলেন, চাকরি দিল আইন, সরকার নয়।
সূত্র – টিভি ৯ বাংলা
আন্দোলনের চাপে অবশেষে চাকরি মিলছে শিক্ষক পদপ্রার্থীদের

মতামত দিন