বয়ঃসীমা পেরিয়ে যাওয়ার পরেও নবম-দশম শ্রেণির শিক্ষক পদে নিয়োগ হয়েছে বলে অভিযোগ তুলে মামলা করেন ১৯৩ জন চাকরিপ্রার্থী। সূত্রের খবর, মামলাকারীরা ২১ জনের নাম আদালতে জানিয়েছেন, যাঁরা বয়স পেরিয়ে যাওয়া সত্ত্বেও শিক্ষক পদের জন্য পরীক্ষায় বসেছিলেন এবং নিয়োগের তালিকাভুক্তও হয়েছেন।
এবার সেই মামলার শুনানিতে সিবিআই তাঁদের জিজ্ঞাসাবাদ করবে বলে বুধবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর আরও নির্দেশ, বয়স পেরিয়ে যাওয়া সত্ত্বেও কিছু প্রার্থীকে কীভাবে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল, সেই ব্যাপারে রিপোর্ট দেবে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন।
রাজ্যে শিক্ষক এবং শিক্ষা দফতরের ‘গ্রুপ সি’ এবং ‘গ্রুপ ডি’-র কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন স্তরে তদন্ত করছে ওই কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত এই তদন্তেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা দফতরের বিভিন্ন প্রাক্তন অধিকর্তা।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
বয়ঃসীমা পেরিয়ে যাওয়া প্রার্থীরা বসছেন চাকরির পরীক্ষায়, প্রশ্নের মুখে এসএসসি

মতামত দিন