শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবার আরও ৪০ জন ভুয়ো শিক্ষকের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তার সঙ্গে প্রকাশিত হল ওএমআর শিট। এর আগে আদালতের নির্দেশ মোতাবেক এসএসসি ১৮৩ জন বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকের তালিকা প্রকাশ করেছিল। এর আগে আদালত এসএসসির যে সমস্ত শিক্ষক নিয়োগ বেআইনিভাবে হয়েছিল তাদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত বলে তদন্তকারীরা মনে করছেন। মূল প্যানেল এবং ওয়েটিং লিস্টেও দুর্নীতি হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। প্রসঙ্গত, এই মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, এই মামলার তদন্তে নেমে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা।
সূত্র- এই সময়
আরও ৪০ জন ভুয়ো শিক্ষকের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

মতামত দিন