নিজস্ব সংবাদদাতা: নৌকাজীবী শ্রমিকদের উপর প্রশাসনিক জুলুমের প্রতিবাদে আগামী ২৮ মার্চ নদীবক্ষে প্রতিবাদ মিছিলের ডাক দিল সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ নৌকাজীবী শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ নৌকাজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি দীপক দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরি বলেছেন, যুগ যুগ ধরে বংশপরম্পরায় নদী তীরবর্তী পিছিয়ে থাকা অংশের মানুষরা নৌকাকে জীবনসঙ্গী করে নদীর মধ্যবর্তী অংশ থেকে সাদা বালি তুলে জীবিকা নির্বাহ করে আসছেন।
পরাধীন ভারতে ব্রিটিশরা এবং স্বাধীন ভারতে কোনও সরকার এই নৌকাজীবী শ্রমিকদের উপর আক্রমণ নামিয়ে আনেনি। বর্তমান রাজ্যের তৃণমূল সরকার নদীগুলিকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য গরিব নৌকাজীবী শ্রমিকদের পুলিশ দিয়ে হাজতে ঢোকাচ্ছে ও মোটা অঙ্কের কর্পোরেট সংস্থার হাতে নৌকাজীবী শ্রমিকদের হাজতে টাকা জরিমানা করছে।
পুলিশের হয়রানি, নদীতে মিছিলের ডাক নৌকাজীবীদের

মতামত দিন