স্কুলের মধ্যে গায়ে গরম ডাল পড়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হল ওড়িশায়। রবিবার রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই ছাত্রের। ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলার কইদা এলাকার দেঙ্গুলা উচ্চবিদ্যালয়ে। ওড়িশা টিভি সূত্রে খবর, গত ৬ মার্চ এই ঘটনাটি ঘটে। তবে ছাত্রের মৃত্যুর পর খবরটি প্রকাশ্যে আসে।
স্কুলের রান্নাঘরে রাঁধুনিকে সাহায্য করতে গিয়েই ছাত্রের গায়ে গরম ডাল পড়ে। জখম অবস্থায় তাকে প্রথমে কইদা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে তাকে একটি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রের।
স্কুলের হস্টেলের রান্নাঘরে রাঁধুনিকে কেন সাহায্য করেছিল ওই ছাত্র, তবে কি নিয়োগের অভাবে ধুঁকছে এই স্কুল? এ নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুলের প্রধান শিক্ষিকা কারমেল বিলাং বলেছেন, ‘‘স্টোভ থেকে ডালের পাত্রটি নামাতে সাহায্যের জন্য ওই ছাত্রকে ডেকেছিলেন রাঁধুনি। তা নামাতে গিয়েই গরম ডাল পড়ে যায় ছাত্রের গায়ে।’’
সূত্র – আনন্দবাজার পত্রিকা
স্কুলের মধ্যে গরম ডাল পড়ে ছাত্রের মৃত্যু

মতামত দিন