অনশনের পর কেটে গিয়েছে ১২০ ঘণ্টা। তবু মেলেনি রফাসূত্র। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে। এই ঘটনায় মঙ্গলবার কলকাতার রাজপথে মিছিল করলেন মেডিক্যাল কলেজের ছাত্ররা। তাঁদের এই মিছিলে সংহতি জানিয়ে কলকাতা, যাদবপুর, আলিয়া এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তায় হাঁটেন। এছাড়াও গণ-আন্দোলন কর্মী এবং মানবাধিকার সংগঠনের কর্মীরা এই মিছিলে যোগ দেন।
মঙ্গলবার মিছিল শুরুর প্রথমে ২২ ডিসেম্বর নির্বাচন চেয়ে স্লোগান দেওয়া হলেও রাজপথে তা বদলে গিয়ে শাসকবিরোধী হয়ে ওঠে। ‘হোক কলরব’, ‘হাল্লা বোল’-এর পাশাপাশি তৃণমূল যেন কলকাতা মেডিক্যাল কলেজে ঢুকতে না পারে, সেই মর্মেও স্লোগান দেওয়া হয়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই মিছিলে ছাত্র-ছাত্রীরা প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করেন।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
নির্বাচন চেয়ে পথে নামলেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা

মতামত দিন