বকেয়া মহার্ঘ ভাতা প্রদান ও শূন্য পদে নিয়োগের দাবিতে সরকারি কর্মচারী ও পেনশনারদের অবস্থানের সঙ্গে এক মঞ্চে মিলল শিক্ষক পদের চাকরিপ্রার্থীদের আন্দোলন। শহিদ মিনার চত্বরে ৩৪টি সরকারি সংগঠন নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ বিক্ষোভ অবস্থান চালাচ্ছে।
মঙ্গলবার মাতঙ্গিনী হাজরার মূর্তি এবং গান্ধি মূর্তির নীচে অবস্থানরত চাকরি-প্রার্থীদের সংগঠনদের প্রতিনিধিরা গিয়ে সরকারি কর্মীদের দাবি শোনেন তাঁদের ডাকে সাড়া দিয়ে। চাকরিপ্রার্থীরা ও সরকারি কর্মীরা সাফ জানান তাঁদের দাবি না মেটানো পর্যন্ত আন্দোলন চলবে।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
সরকারি কর্মীদের আন্দোলনে যোগ দিলেন চাকরিপ্রার্থীরা

মতামত দিন