নিজস্ব সংবাদদাতা: বাতিল হওয়া গ্রুপ-সি পদে শিক্ষাকর্মী নিয়োগ বন্ধ রাখতে বলল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই নিয়োগ প্রক্রিয়ার ওপর এক সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নবম, দশম শ্রেণির বাতিল পদে শিক্ষক নিয়োগ এখনই করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। গ্রুপ-সি পদে ৮৪২ জনের চাকরি বাতিল হওয়ার পর এই পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই শূন্যপদে কাউন্সেলিং শুরুর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ বহাল রেখেছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার থেকেই এসএসসি এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল। প্রথম দফায় ১০০ জনকে কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠিয়েছিল এসএসসি।
চাকরি বাতিল হওয়া শিক্ষাকর্মীদের একটি অংশ কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। শুক্রবার সুপ্রিম কোর্ট এক সপ্তাহের জন্য এই নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেছে।
স্কুলের গ্রুপ সি পদে নিয়োগে স্থগিতাদেশ

মতামত দিন