শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকার। এর মধ্যেই আবার রাজ্যের অস্বস্তি বাড়াল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ২০১৪ সালের টেট দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, টাকার বিনিময়ে শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে। কলকাতা হাইকোর্টে এ বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী সওয়ালে জানান, ৮ বছর পর জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে। এই মামলা সম্পূর্ণ অযৌক্তিক। তাই রাজ্য সরকার চায়, এই মামলা খারিজে দেশের শীর্ষ আদালত হস্তক্ষেপ করুক।
কিন্তু রাজ্যের আবেদন কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট। সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট যা বলার হাইকোর্টে বলতে রাজ্যকে নির্দেশ দেয়।
সূত্র – ওয়ান ইন্ডিয়া
সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, নিয়োগ দুর্নীতি মামলা ফিরল হাইকোর্টে

মতামত দিন