বেতন না মেলায় দুর্গাপুর পুরনিগমে সাফাই কর্মীদের বিক্ষোভ। সোমবার সকাল থেকে পুরনিগম দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাফাই কর্মীরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরনিগম চত্বরে। ঠিকাদার সংস্থা বদল করার পরেই কর্মীদের বেতন হচ্ছে না বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি ঠিকাদার সংস্থা।
একদিকে দুর্গাপুর পুরনিগম চলছে প্রশাসক বোর্ডের মাধ্যমে। তার মাঝেই ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তুললেন অস্থায়ী সাফাই কর্মীরা। নিয়মিত বেতন না মেলায় বিক্ষোভ পুরসভার সাফাই কর্মীদের।
সূত্র- এই সময়
মিলছে না বেতন, সাফাই কর্মীদের বিক্ষোভ দুর্গাপুর পুরসভায়

মতামত দিন