জোম্যাটোর পর এবার সুইগি চলতি মাসে ২৫০ জন কর্মচারীকে ছাঁটাই করতে চলেছে। যা তাদের মোট কর্মশক্তির ৫ শতাংশ। স্বাভাবিকভাবেই, এই ছাঁটাইয়ের খবরে সুইগির কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতে যখন এমনিতেই বেকারত্বের হার উদ্বেগজনক তখন অন্যান্য অ্যাপভিত্তিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মতো সুইগির এই ছাঁটাইয়ের খবরে হতাশ তরুণ-তরুণীরা। যদিও বৃহস্পতিবার অনলাইন খাবার পরিষেবা প্রদানকারী সংস্থা সুইগি সংবাদ সংস্থাকে জানায় এখনও পর্যন্ত তারা কোনো কর্মচারীকে ছাঁটাই করেনি এবং ছাঁটাইয়ের মোট পরিসংখ্যান নিয়েও তারা কোনো মন্তব্য করতে বিরত থাকে।
ভবিষ্যতে ঘটতে চলা সুইগির এই ছাঁটাই ইন্সটামার্টকেও প্রভাবিত করবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। গত মাসে, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম জেফরিস বলে যে সুইগি প্রচুর ছাড় দেওয়া সত্ত্বেও তার প্রতিদ্বন্দ্বী জোমাটোর কাছে বাজারের শেয়ার হারাচ্ছে। জেফরিস সূত্রে আরও জানা যায় যে এই বছরের জানুয়ারি-জুন সময়ের মধ্যে সুইগির খাদ্য বিতরণ ব্যবসার মোট মূল্য ছিল ১.৩ বিলিয়ন ডলার।
সূত্র- দ্য সিয়াসাত ডেইলি
২৫০ জন কর্মীকে ছাঁটাই করতে চলেছে সুইগি

মতামত দিন