নিজস্ব সংবাদদাতা: বুধবার ভাঙনখালিতে ওয়েস্ট বেঙ্গল টেলার্স ইউনিয়নের বাসন্তী ব্লক কনভেনশন হয় । উদ্বোধন করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গায়েন। বর্তমান পরিস্থিতিতে দর্জি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। ট্রেড ইউনিয়ন আন্দোলনকে শক্তিশালী করতে হবে। দর্জি শ্রমিকদের ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা, পেনশন, ওয়েলফেয়ার বোর্ড গঠনসহ অন্যান্য দাবিগুলি নিয়ে এদিন কনভেনশনে আলোচনা হয়।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অধ্যুষিত বাসন্তী ব্লকে এই প্রথম দর্জি শ্রমিকদের ব্লক কনভেনশন হওয়ায় দর্জি শ্রমিকরা উৎসাহিত হয়েছেন। কনভেনশনে ১২০ জন শ্রমিক প্রতিনিধিত্ব করেন। ৮ জন বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন। কনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা খলিল মোল্লা। কনভেনশন থেকে আরাফত খাঁ’কে আহ্বায়ক নির্বাচিত করে ২১ জনের নতুন ব্লক কমিটি গঠন করা হয়েছে। আরাফত খাঁ, জসীমউদ্দিন বৈদ্য ও রমজান লস্করকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী কনভেনশন পরিচালনা করেন।
দর্জি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক

মতামত দিন