নিজস্ব সংবাদদাতা: বকেয়া চাওয়া নিয়ে বচসা। তার জেরে মাঝবয়সি এক চা দোকানিকে ধারালো ছুরি দিয়ে খুন করার অভিযোগ উঠল পড়শি এক যুবকের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গ্রাম পঞ্চায়েতের শঙ্করখালি গ্রামে। ঘটনার আকস্মিকতায় হতবাক স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম কুশধ্বজ সামন্ত (৫৫)। তাঁর স্ত্রী মল্লিকা সামন্তের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বছর পঁয়ত্রিশের শ্রীমন্ত পালকে গ্রেপ্তার করেছে তমলুক থানার পুলিশ। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তমলুক থানার আইসি অরূপ সরকার।
বকেয়া চাওয়ায় চা দোকানিকে খুন, ধৃত

মতামত দিন