জম্মুর নারওয়াল মান্ডিতে চা বিক্রেতারা মঙ্গলবার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন পিডিপি কর্মীরা। আন্দোলনকারীরা জম্মু প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “১৫ দিন ধরে এই চা বিক্রেতারা প্রতিবাদ করছেন। কিন্তু প্রশাসন নির্বিকার। চা বিক্রেতাদের কথা জম্মু প্রশাসন শুনছে না। জম্মু-কাশ্মীরের মানুষের এই দুর্দশার জন্য বিজেপি দায়ী। কর্পোরেট এবং পুঁজিপতিদের কাছে জমি বিক্রি করছে মোদি সরকার। যেখানে অস্থায়ী চা বিক্রেতারা বসেন সেখানে ধনী লোকদের ক্যান্টিন করা হবে বলে গরিব চা বিক্রেতাদের উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন”।
সূত্র – এক্সেলসিওর নিউজ
জম্মুতে চা বিক্রেতাদের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ

মতামত দিন