নিজস্ব সংবাদদাতা: বাগানের জমি নিয়ে বিবাদের জেরে কর্মরত শ্রমিকদের ওপর ওষুধ স্প্রে করার অভিযোগ উঠল শিলিগুড়ির বিধাননগরে। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ৩৩ জন শ্রমিক। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে ফাঁসিদেওয়ায়। বুধবার এ নিয়ে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও কীটনাশক স্প্রেছড়ানোর অভিযোগ অস্বীকার করছে অভিযুক্ত বাগান কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বাগানে শ্রমিকরা কাজ করছিলেন। পাতার বাড়ন্তের জন্য সেই সময় এক ধরনের ওষুধ স্প্রে করা হয়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই অভিযোগ করা হয়েছে। আর এ নিয়েই অভিযোগ ও পাল্টা অভিযোগ শুরু হয়েছে পাশাপাশি দুটি চা-বাগানের মধ্যে।
জানা গেছে, কয়েক বছর ধরে রবিঘোষ টি গার্ডেন ও আরডি বাগানের মধ্যে ১ একর ১৫ ডেসিমেল জমি নিয়ে বিবাদ চলছে। জমি দখলকে কেন্দ্র করে মতবিরোধ লেগেই রয়েছে। দুই পক্ষই ওই বিতর্কিত জমিতে পাতা তোলার জন্য শ্রমিক পাঠায়। এবার আরডি চা-বাগানের ৩৮ জন শ্রমিক কাজ করার সময় রবি ঘোষ বাগানের শ্রমিকরা চলে আসেন সেখানে। একদিকে তাঁরা পাতা তুলছিলেন। অন্যদিকের শ্রমিকরা বাগানে ওষুধ স্প্রে করছিলেন। আর এ নিয়েই রবি ঘোষ চা-বাগানের মালিক সুভাষ ঘোষ ও তাঁর শ্রমিকদের বিরুদ্ধে আরডি চা-বাগানের শ্রমিকদের ওপর কীটনাশক স্প্রে করার অভিযোগ ওঠে। এতেই আরডি চা-বাগানের শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। বাগান থেকে ৩৩ জন শ্রমিককে বিধাননগর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা করার পর ১৫ জন শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।
কর্মরত শ্রমিকদের ওপর স্প্রে করার অভিযোগ, অসুস্থ ৩৩

মতামত দিন