নিজস্ব সংবাদদাতা: ডিএ’র দাবিতে শহিদ মিনারে চলা সরকারি কর্মচারীদের ধরনা মঞ্চে আসার অপরাধে এক শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষকের নাম মিন্টু পাইক। তিনি হুগলীর একটি হাইস্কুলের ভূগোলের শিক্ষক। এদিন মিন্টু পাইক তাঁর দিদিকে সঙ্গে নিয়ে শহিদ মিনারের ধরনা মঞ্চে এসেছিলেন। অভিযোগ, মিন্টু পাইক যখন শৌচাগারের দিকে যাচ্ছিলেন সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আসা একদল তৃণমূল কর্মী ধেয়ে আসে। মিন্টু পাইকের সঙ্গে থাকা তাঁর দিদিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। মিন্টু পাইকের বুকে ধরনা মঞ্চে ব্যাজ দেখে তৃণমূল কর্মীরা বলে, “ডিএ চাইতে এসেছিস, দেখাচ্ছি মজা।” পরে আক্রান্ত শিক্ষককে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।