নিজস্ব সংবাদদাতা: মহার্ঘভাতা সহ শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আন্দোলনে যোগ দেওয়ায় স্কুল কর্তৃপক্ষের রোষের মুখে শিক্ষক। হাজিরা খাতায় সই করতে বাধা, ক্লাস করতে না দেওয়া সহ নানাভাবে হেনস্তার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তোলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বরুণা সৎসঙ্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অষ্টম বেরা।
স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে যোগাযোগে রাশ টানা হয়েছে ইতিমধ্যেই, ক্লাস নেওয়া তো দূরের কথা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রেও চাপানো হয়েছে নিষেধাজ্ঞা। এমনকি কয়েক দিন স্কুলে এলেও হাজিরা খাতায় সই পর্যন্ত করতে দেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষকের। অভিযোগ গত ১০ মার্চ ধর্মঘটের অংশগ্রহণ করার জেরে স্কুল কর্তৃপক্ষের রোষের মুখে পড়ে টানা ১০ দিন ধরে কার্যত এক ঘরে হতে হয়েছে।
তাঁর প্রতি এই দুর্ব্যবহারের বিষয়ে শিক্ষা বিভাগের এডিআই- এর কাছে অভিযোগ জানাতে গেলে তিনিও লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেন। মেলের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে সেখান থেকেও কোনও রকম সাড়া মেলেনি বলে জানান ওই শিক্ষক। যার জেরে মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি।
ধর্মঘটে যোগ দেওয়ায় শিক্ষককে হেনস্থা স্কুল কর্তৃপক্ষের

মতামত দিন