নিজস্ব সংবাদদাতা: আইআইইএসটি, শিবপুরকে বাঁচান— এই দাবিতে এবার একদিনের অনশনে বসলেন কেন্দ্রীয় এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার মূল ভবনেই বিকেল পাঁচটা থেকে অনশন শুরু করেছেন শিবপুর আইআইইএসটি-র শিক্ষক সমিতির সভাপতি মানস হীরা-সহ তিনজন শিক্ষক। বেশ কিছুদিন ধরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং আইআইইএসটি, শিবপুরকে বাঁচান— এই দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। এর আগে এই দাবিতে প্রতিষ্ঠানের গেটে ব্যানার লাগানোর জন্য সমিতির সাধারণ সম্পাদক-সহ চার শিক্ষকের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন কর্তৃপক্ষ। দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান এনআইআরএফ র্যাঙ্কিং ১৭ থেকে নেমে ৪০-এ এসে দাঁড়িয়েছে। এই বিষয়টি-সহ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার পর ক্যাম্পাসের পরিকাঠামোর কোনও উন্নতি না হওয়া, কর্মরত শিক্ষকদের পেশা সংক্রান্ত নানা সমস্যার কোনও সমাধান না হওয়া ইত্যাদি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গ্লোবাল প্রাক্তনী সংসদের (গাবে) পক্ষ থেকেও কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানের সুনামের বিষয়টি মাথায় রেখে কর্তৃপক্ষ এবং শিক্ষক সমিতি যেন আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নেয়, গাবেসু প্রয়োজনে মধ্যস্থতা করতে রাজি, বলা হয়েছিল। উত্তরে অবশ্য ইতিবাচক সাড়া মেলেনি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিষয়টি আইআইইএসটি-র অভ্যন্তরীণ বিষয়। সেভাবেই মেটানো হবে।
আইআইইএসটি রক্ষার দাবিতে অনশনে শিক্ষকরা

মতামত দিন