শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের এই মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) এবং তার কৌঁসুলির মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার একটি ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানির সময় উষ্মা প্রকাশ করেন।
সিবিআইয়ের আইনজীবী অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কিত ডিভিশন বেঞ্চের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারায় বিচারপতি জয়মাল্য বাগচী এই বিষয়ে সিবিআইয়ের তদন্ত আধিকারিক এবং সংস্থার আইনজীবীর মধ্যে সমন্বয়ের অভাবের জন্য ক্ষুব্ধ হন।
প্রসঙ্গত, বুধবার একই ডিভিশন বেঞ্চ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের জামিন আবেদন খারিজ করে দেয়।
সূত্র – ডাইজিওয়ার্ল্ড ডট কম
শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই-এর ওপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

মতামত দিন