প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রথম চার্জশিট দিয়েছে সিবিআই। সেই চার্জশিটে নাম রয়েছে হুগলি জেলার তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের। রয়েছে তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের নামও।
কিন্তু এই চার্জশিট সংক্রান্ত মামলাতে মঙ্গলবার কড়া অবস্থান নিল আলিপুর বিশেষ সিবিআই আদালত। কেন আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে? কেনই বা টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন, তাদের অভিযুক্ত করে পদক্ষেপ নেওয়া হয়নি? কেন তাদের নাম চার্জশিটে রেখে দুর্নীতি দমন আইনে চার্জশিট দেওয়া গেল না, এমনই সকল প্রশ্নে বিদ্ধ সিবিআই।
শুধু তাই নয়, আগামী ২ জুনের মধ্যে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের কাছে সবিস্তারে ব্যাখ্যা তলব করেছেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।
সূত্র- নিউজ ১৮ বাংলা
টাকা দিয়ে চাকরি কিনেছে যারা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন? প্রশ্নের মুখে সিবিআই

মতামত দিন