নিজস্ব সংবাদদাতা: মাসের বেতন মাসেই দেওয়া নিশ্চিত করা, চাকরিতে স্থায়ীকরণ, ও বেতন কাঠামো চালু করার দাবিতে ধর্মতলায় ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন ‘ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ (এনএসকিউএফ) বা বৃত্তিমূলক শাখার শিক্ষক ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টরা। অভিযোগ, মার্চ মাসের ৫ তারিখ হয়ে গেলেও এখনও জানুয়ারি থেকে বেতন পাননি ১৪৫২ জন শিক্ষক-শিক্ষিকা।
‘পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবার’- এর রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, “এক দিকে বেতন পাচ্ছি না, অন্য দিকে যখন-তখন ছাঁটাই করে দেওয়া হচ্ছে। ছাঁটাই হওয়া ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টদের বকেয়া বেতন মেটানো-সহ বিদ্যালয়ে পুনর্বহাল এবং কর্মরতদের ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
স্থায়ী চাকরি নিশ্চিত করতে ঝাঁটা হাতে বিক্ষোভ

মতামত দিন