শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকার। এই আবহেই বুধবার চাকরিপ্রার্থীদের নয়টি ঐক্য মঞ্চের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও পুলিশ তাঁদের নবান্নে ঢুকতে বাধা দেয়। ঢোকার অনুমতি না দেওয়ায় পুলিশকে করজোড়ে অনুরোধ করতেও দেখা যায় চাকরিপ্রার্থীদের। অবশেষে আন্দোলনকারীদের পুলিশ-ভ্যানে তুলে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়।
বুধবার দুপুর একটা নাগাদ ঐক্য মঞ্চের প্রতিনিধিরা হাওড়ার কাজীপাড়ায় জমায়েত করেন। যাঁদের মধ্যে এসএসসি, টেট, গ্রুপ-ডি সহ নটি সরকারি পদের মহিলা ও পুরুষ চাকরিপ্রার্থীরা ছিলেন। প্রত্যেকেই তাঁদের নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি ছিল, ৯টি মঞ্চের ৯ জন প্রতিনিধি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবেন। কিন্ত শুরু থেকেই পুলিশের অনুমতি মেলেনি। উলটে তাঁদের আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। নবান্নে যেতে বাধা দিলে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। করজোড়ে পুলিশের কাছে আবেদন করেন অনুমতি দেওয়ার জন্য। কিন্তু পুলিশ কোনওভাবে এগোতে দেয়নি। এরপর পুলিশের সঙ্গে বচসা শুরু হয় আন্দোলনকারীদের। শেষে সবাইকে প্রিজন ভ্যানে তুলে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়।
সূত্র- আনন্দবাজার
চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান, আটক বহু আন্দোলনকারী

মতামত দিন