নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি মানিক ভট্টাচার্যকে অন্য একটি মামলায় ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে মানিককে এই জরিমানার টাকা প্রদান করতে নির্দেশ দিল আদালত। ২০১৪ সালের টেটের ফল এখনও অপ্রকাশিত। সেই ফল জানতে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী মালারানি পাল।
পরীক্ষা দিয়ে ফল জানার অধিকার আছে পরীক্ষার্থীর। প্রাথমিক পর্ষদের শীর্ষে থাকা মানিক ভট্টাচার্যের জন্যই এই পরিস্থিতি। জেলবন্দি মানিক ভট্টাচার্যকে জরিমানা করে এমনই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সূত্র- এবিপি আনন্দ
মানিক ভট্টাচার্যকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট

মতামত দিন