এবার খরচ সাশ্রয়ে একদিনে প্রায় চার হাজার জনকে কাজ থেকে বসিয়ে দিল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম। আইবিএম-এর তরফে বলা হয়েছে, বাণিজ্যিক গ্রাফের নিম্নগামী অভিমুখের কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মী সংখ্যার বেতন বাবদ যে খরচ হয়, সেই অর্থ অন্য ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্থাটির উদ্দেশ্য দীর্ঘমেয়াদে লভ্যাংশ উপার্জন।
আইবিএমে ছাঁটাই হওয়াদের বেশিরভাগই কোভিড পরবর্তী সময়ে চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে আইবিএম তাদের বিবৃতিতে বলেছে, প্রকল্প ভিত্তিক কাজ করার জন্য নির্দিষ্ট সময়ের কর্মী নিয়োগের কাজ চালিয়ে যাবে। ইতিমধ্যেই গুগল, মেটা, টুইটার, আমাজন, সুইগি, স্পটিফাইয়ের মতো বহু সংস্থা ছাঁটাই শুরু করে দিয়েছে। এ হেন পরিস্থিতিতে যখন অনেকেই অর্থনীতির আকাশে মন্দার কালো মেঘ দেখছেন তখন আইবিএম ছাঁটাই ঘোষণা করল। এই ছাঁটাইয়ের প্রভাব ভারতেও পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্র – বিজনেজ টুডে
একদিনে প্রায় চার হাজার কর্মী কাজ হারালেন আইবিএম-এ

মতামত দিন