নদিয়ার তেহট্টের ধাওড়াপাড়ায় বৃহস্পতিবার পোলট্রি ফার্ম ভেঙে দেওয়ার অভিযোগে আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি করেন, ধাওড়াপাড়ায় ২০২৮ সাল পর্যন্ত লিজ নিয়ে পোলট্রি ফার্মে তাঁরা দীর্ঘ কয়েক বছর ধরেই ব্যবসা করে আসছেন। কিন্তু ২০২৮ সাল পর্যন্ত জমি লিজ নেওয়া থাকলেও মালিকপক্ষ এখনই সেই জমি দখল করতে চাইছে।
বুধবার রাতে মালিকপক্ষের দুষ্কৃতিরা আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর পোলট্রি ফার্মে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই হামলার প্রতিবাদেই তাঁরা রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
সূত্র – পাবলিক অ্যাপ
পোলট্রি ফার্ম ভেঙে দেওয়ায় পথে নামলেন মহিলারা

মতামত দিন