নিজস্ব প্রতিনিধি: ইউনিয়ন করায় কর্মীদের ছাঁটাই করল মার্কিন বহুজাতিক গাড়ি সংস্থা টেসলা। অন্তত ১৮ জন শ্রমিকের চাকরি কেড়ে নিল সংস্থাটি। সম্প্রতি, নিউ ইয়র্কের বাফেলোতে টেসলার কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধি, কাজের অবস্থার উন্নতির দাবিতে ইউনিয়ন সংগঠিত করার কাজ শুরু করেন। এরপরেই ঐ কারখানার কয়েকজন ইউনিয়ন নেতা এবং শ্রমিকদের ওপরে ছাঁটাইয়ের খাড়া নেমে আসে।
টেসলা ওয়ার্কার্স-ইউনাইটেড শ্রমিক ইউনিয়নের অভিযোগ, গত বুধবার বেশ কয়েকজন শ্রমিককে ইমেলে কাজ থেকে বসিয়ে দেওয়ার খবর দেওয়া হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন টিডব্লিউইউ। সংগঠনের বিবৃতিতে শ্রমিকদের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে। যদিও সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনও জানানো হয়নি।
বহুজাতিক সংস্থাগুলি যেভাবে শ্রমিক আন্দোলনের অধিকার কেড়ে নিচ্ছে, তারপর প্রভাব ভারতেও পড়ছে। কর্পোরেট আগ্রাসনে ক্রমশ হারিয়ে যাচ্ছে শ্রমজীবীর অধিকার।
ইউনিয়ন করায় চাকরিতে কোপ

মতামত দিন