বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী বহুজাতিক সংস্থা টেসলায় এবার কর্মী সংকোচন শুরু হতে চলেছে। একটি প্রতিবেদন মারফত এই খবর প্রকাশ্যে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে কোম্পানিটি নিয়োগ বন্ধ করতে চলেছে। এই খবর সামনে আসার পর সংস্থার কর্মচারীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এই ছাঁটাইয়ের ফলে ভারতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা । তাঁদের মতে ভারতে এমনিতেই চাকরির বাজার সংকুচিত হয়ে আছে। বেকারত্বের হার চলতি মাসে রেকর্ড করেছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার উদাসীন। তার মধ্যেই এই ছাঁটাই এবং নিয়োগ রদ ভারতে কর্মহীনদের হতাশাগ্রস্ত করবে একথা বলাই বাহুল্য।
সূত্র- এনডিটিভি
বহুজাতিক গাড়ি সংস্থা টেসলায় নিয়োগ বন্ধ, হতে পারে ছাঁটাই

মতামত দিন