কলকাতার এক্সাইড মোড়ে বুধবার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। সেখানে টেট উত্তীর্ণ প্রার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও পুলিশ বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনে তাঁদের ওপর। কয়েকজন বিক্ষোভকারীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে দেখা যায়। প্রিজন ভ্যানের নিচে শুয়ে কয়েকজন বিক্ষোভ দেখান। পুলিশের তাড়া খেয়ে বহু চাকরিপ্রার্থী ক্যামাক স্ট্রিটের দিকে দৌড়ে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সামনে প্রতিবাদ দেখাতে থাকেন। তারপর বিশাল পুলিশবাহিনী বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে সেখান থেকে সরিয়ে দেয়। ২৮২ জন চাকরিপ্রার্থীকে পুলিশ গ্রেফতার করে। এদের মধ্যে ৩০ জন বাদে বাকিদের পরে মুক্তি দেওয়া হয়। এই বিক্ষোভে বহু আন্দোলনকারী রক্তাক্ত হয়েছেন। এমনকি এক তরুণীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশকর্মীর বিরুদ্ধে।
পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক পৌলমী ঘোষ রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে বলেন, “যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হলে, এর পরিণাম ভয়ঙ্কর হবে। কেন্দ্রে বিজেপি সরকারের মতো জনবিরোধী নীতি নিয়ে রাজ্য সরকারও যদি এভাবে চলতে থাকে, যুব সমাজের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য এই দুই সরকারের বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলা হবে। যার ফলশ্রুতিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পতনও অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে।“
চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের ওপর পুলিশের বর্বর আক্রমণ, গ্রেফতার ২৮২ জন

মতামত দিন