নিজস্ব সংবাদদাতা: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে টালবাহানায় হতাশ হয়ে আত্মঘাতী হলেন এক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী। সোমবার বিকেলে সাগরপাড়ার দেবীপুরের বাড়িতে নিজের ঘরের ভেতর আত্মঘাতী হন বছর তেত্রিশের অমিত মণ্ডল। বিকেলে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ায় আত্মঘাতী হয়েছেন যুবক, এমনটাই দাবি পরিবারের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
অমিত মণ্ডলের বাবা অচিন্ত্য মণ্ডল জানান, ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ হয়েছিল ছেলে। কিন্তু দীর্ঘদিন চাকরি না হওয়ার হতাশায় ভুগছিলেন তিনি। অমিতের বাল্য বন্ধু তপন সরকারও জানান, বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন অমিত। এড়িয়ে চলছিলেন বন্ধুদের। গ্রামবাসীরা জানান, ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন অমিত। দীর্ঘ প্রস্তুতি নিয়ে, পড়াশোনা করে পাশ করেছিলেন ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষা। কিন্তু চাকরি না হওয়ায় অবসাদ গ্রাস করেছিল অমিতকে।
নিয়োগ টালবাহানায় আত্মঘাতী টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী

মতামত দিন