এসএসসির নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের আন্দোলন ৭০০ দিনে পড়ল। স্বচ্ছ নিয়োগের দাবিতে প্রার্থীরা অনড়। যোগ্যরা আর কবে বিচার পাবে? যারা সোজা পথে চাকরি পায়নি তাদের পদ শুধু বাতিল করলেই হবে না, এরসঙ্গে নিয়োগ প্রক্রিয়াও চালাতে হবে।
এ দিন গান্ধী মূর্তির পাদদেশে মহিলা প্রার্থীরা কালো পোশাক পরে আন্দোলন চালিয়ে যান। মঞ্চে ঝোলানো হয় ভুয়ো ওএমআর শিটের প্রতিলিপি। সমস্ত ভুয়ো নিয়োগ ও দুর্নীতি তদন্তের আওতায় আনতে হবে। নিয়োগ দ্রুত শুরু করার দাবি ওঠে।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
এসএসসির আন্দোলন ৭০০ দিনে, বঞ্চিতদের দ্রুত নিয়োগের দাবি

মতামত দিন