সোমবার সোনার দাম রেকর্ড ছুঁল। কলকাতার বাজারে ১০ গ্রাম সোনার দাম পৌঁছল ৫৬,৯৫০ টাকায়। যদিও সেই দাম জিএসটি বাদে। সোনার দামের এই উত্থান দুশ্চিন্তায় রাখছে মাঝারি ও ছোট স্বর্ণ ব্যবসায়ীদের। স্বর্ণশিল্প মহল বলছে, বহু ছোট দোকানের ইতিমধ্যেই কাহিল অবস্থা। বিয়ের কেনাকাটা সারতে আসা সাধারণ ক্রেতারাও বিপাকে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, অনেকেই পরিকল্পনা মতো গয়না কিনতে পারছেন না এখন।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে দাম বাড়ার কারণে শহরে এবং গ্রামে গয়নার বিক্রি কমতে বাধ্য। ফলে বহু কারিগর কাজ হারাবেন। যা বেকারত্ব বৃদ্ধিতে ইন্ধন জোগাবে।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
সোনার দাম চড়ায় বিপাকে কারিগররা

মতামত দিন