রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কাজে কোনো নিরাপত্তা নেই, তা আরেকবার প্রমাণিত হল। দিনের ব্যস্ত সময়ে ভূপেন বসু অ্যাভিনিউতে তীব্র গতিতে ছুটে চলেছে প্রাইভেট গাড়ি, বাস-সহ অন্য যানবাহন। সেই পথেই বিপজ্জনকভাবে রাস্তার ধারের ডিভাইডারে রং করছেন কয়েকজন শ্রমিক। অথচ, গার্ডরেল দিয়ে কাজের জায়গা ঘিরে রাখা কিংবা সুরক্ষার অন্য ব্যবস্থা নেই। ওই শ্রমিকদের পাশ দিয়েই ছুটছে সব গাড়ি। কেউ কেউ রেষারেষিও করছেন। যার জেরে প্রতি মুহূর্তে থাকছে দুর্ঘটনার আশঙ্কা।
উল্লেখ্য, ২৮ নভেম্বর সকালে এইচআরবিসি-র অধীনস্থ এ জে সি বোস উড়ালপুলে রঙের কাজ করছিলেন হাওড়ার বাসিন্দা কয়েকজন শ্রমিক। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট লরি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা শ্রমিকের। গার্ডরেল কিংবা উজ্জ্বল রঙা পোশাক ছাড়া এভাবে কাজ করতে গিয়ে বহু সময়ে দুর্ঘটনার সম্মুখীন হন শ্রমিকেরা। তা সত্ত্বেও প্রশাসন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদাসীন।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
কলকাতার রাজপথে শ্রমিকদের নিরাপত্তা বিপন্ন

মতামত দিন