কেন্দ্রীয় সরকার নতুন শ্রম আইন প্রণয়নে উদ্যোগী হয়েছে। কিন্তু এই আইন পাশ হলে বিপাকে পড়বেন শ্রমিকেরা। এই আইন লাগু হওয়ার বিরুদ্ধে রবিবার দিল্লির রামলীলা ময়দানে শ্রমিক সংগঠনগুলির ডাকে হাজার হাজার শ্রমিক এক জমায়েতে অংশ নেন।
প্রসঙ্গত, নতুন শ্রম আইন চালু হলে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ করতে হবে এবং সপ্তাহে মোট ৪৮ ঘণ্টা শ্রমিকদের কাজ করতে হবে। যার ফলে কোম্পানিগুলি শ্রমিকদের পুরো এক সপ্তাহ কাজ করার ক্ষেত্রে বাধ্য করতে পারবে। বিভিন্ন সেক্টরে ওভারটাইম ৫০ ঘণ্টা থেকে ১২৫ ঘণ্টা বৃদ্ধি পাবে। শ্রমের মজুরির ক্ষেত্রেও এই আইনের ব্যাপক প্রভাব পড়বে। প্রভিডেন্ড ফান্ড বৃদ্ধি পেলেও শ্রমিকদের নগদ মজুরি হ্রাস পাবে। এই আইন মোতাবেক প্রত্যেক শ্রমিক আগের নিয়ম অনুসারে ২৪৪ দিন ছুটির বদলে ১৮৮ দিন ছুটি পাবেন।
‘নতুন শ্রম আইন বাতিল করো’- এই ইস্যুকে সামনে রেখেই দিল্লির রামলীলা ময়দানে এই জমায়েত। এই জমায়েতের পর সেদিন রাষ্ট্রপতি ভবন চলোরও ডাক দেওয়া হয়।
সূত্র- ইন্ডিয়ান টাইমস
নতুন শ্রম আইনের বিরুদ্ধে সহস্রাধিক শ্রমিকের জমায়েত দিল্লির রামলীলা ময়দানে

মতামত দিন