বকেয়া ডিএ-র দাবিতে জানুয়ারি মাস থেকে চলছে আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের ‘রেকর্ড’ ভেঙেছেন ভাস্কর ঘোষরা। এরই মাঝে ফিরহাদ হাকিম এই আন্দোলন ও অনশনকে ‘নাটক’ বলে আখ্যা দেন। আর এবার ফিরহাদের মন্তব্যের রেশ টেনেই ধরনা মঞ্চে পোস্টার পড়ল। সেই পোস্টারে লেখা – “এই নাটক বন্ধ কর, না হলে বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেবো”। এই নিয়ে ময়দান থানায় এফআইআর দায়ের হয়েছে।
অবশ্য আন্দোলনরত সরকারি কর্মচারীদের দাবি, এভাবে তাঁদের দমানো সম্ভব হবে না। আন্দোলন, অনশন জারি থাকবে। বরং আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে পালটা হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীরা।
সূত্র – হিন্দুস্তান টাইমস বাংলা
ডিএ ধর্না মঞ্চ ওড়ানোর হুমকি দিয়ে আন্দোলন বন্ধের চেষ্টা

মতামত দিন