কেরালায় বাঘের আক্রমণে মৃত্যু হওয়া কৃষকের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাম শাসিত কেরালা সরকার। সেই দাবিকে সামনে রেখে শুক্রবার কেরালা মানন্থাভাডিতে বিরোধীদের ডাকে ধর্মঘট পালন করলেন সাধারণ মানুষ।
বর্তমান সরকারের ওপর কৃষক এবং সাধারণ মানুষের ক্ষোভের দরুণ বিরোধীদের ডাকা ধর্মঘটে রাস্তাঘাট ছিল জনশূন্য। আন্দোলনকারী কৃষকরা বাঘের হামলায় মৃত কৃষক থমাস পি সি (৫০)-র মৃতদেহ নিতে অস্বীকার করেন। তাঁদের দাবি, মৃত কৃষকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, কৃষিঋণ মুকুব এবং মৃত কৃষকের সন্তানকে সরকারি চাকরি দিতে হবে।
উল্লেখ্য, সরকার জল-জঙ্গল-জমি কেড়ে নিয়ে গরিব মানুষের সঙ্গে বহু পশুপাখিদেরও উচ্ছেদ করেছে। আর তার ফলে বাসস্থান ও খাদ্যের অভাবে বার বার এভাবে বন্য প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে। বাঘের আনাগোনায় চাষিদের মৃত্যু ঘটার অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু প্রশাসনের উদাসীনতায় আরও একবার কৃষকের মূল্যবান প্রাণ গেল।
সূত্র- অনমনোরমা
কেরালায় বাঘের আক্রমণে মৃতের পরিবারকে চাকরির দাবিতে আন্দোলন

মতামত দিন