সাবান তৈরির কারখানায় ট্যাঙ্কারে পড়ে মৃত্যু ২ শ্রমিকের । অয়েলের ট্যাঙ্কারে লেভেল মাপতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু। ট্যাঙ্কার থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা দমকলের। তিলজলা থানার অন্তর্গত ৭ নম্বর তিলজলা রোডে একটি ট্যাঙ্কারে নিম ওলের লেভেল মাপতে গিয়ে একজন শ্রমিক ট্যাংকারের মধ্যে পড়ে যায় এবং তাকে উদ্ধার করতে গিয়ে আরও একজন শ্রমিক সেও পড়ে যায়। ট্যাংকারের মধ্যে দুজনেই পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্তে তিল তলা থানার পুলিশ ঘটনাস্থলে।
সূত্র- এপিবি আনন্দ
তিলজলায় তেলের ট্যাঙ্কারে পড়ে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মতামত দিন