পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সাম্প্রতিক অতীতে অনেকবার উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি না পাওয়ায় অবস্থান বিক্ষোভ অনশন চালিয়ে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। এবার তার মধ্যেই আশার আলো দেখছেন উচ্চমাধ্যমিক প্যারাটিচাররা। তাঁরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন তাঁদেরও প্রাথমিকে টেট পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হোক। এবার তাঁদের দাবিকে কার্যত মেনে নিল হাইকোর্ট।
পর্ষদের টেট সংক্রান্ত প্রথম বিজ্ঞপ্তিতে যোগ্যতামান যা ছিল, তা পরবর্তীতে বদলে দেওয়া হয়। প্রাথমিকভাবে বলা হয়েছিল, ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে প্রাথমিকে কর্মরত প্যারাটিচারদের জন্য। সোমবার এই মামলার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন ওই ১০ শতাংশের মধ্যেই যুক্ত হচ্ছেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও। ফলত প্রতিযোগিতা কঠিন হলেও খুশি আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।
সূত্র- আজ তক বাংলা
টেট পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক প্যারাটিচাররা যোগ্য, জানাল হাইকোর্ট

মতামত দিন