অটোচালকদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাঁধে অটোচালকদের। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ইছাপুরে। দুপক্ষের বচসার জেরে অশান্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তাদের বক্তব্য, নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তায় ডিজেল চালিত অটো নামানো হচ্ছে। তারই প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। তাতেই অটোচালকদের সঙ্গে তাদের বচসা বাঁধে। এই ঘটনার জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সূত্র- হিন্দুস্তান টাইমস
অটোচালকদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, বিক্ষোভ

মতামত দিন