নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টের নির্দেশে স্কুলের চাকরি গেল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। বেআইনি নিয়োগের কারণে চাকরি বাতিলের নাম যতই সামনে আসছে, তৃণমূলের সঙ্গে চাকরি লুটের সম্পর্কও ততই প্রমাণিত হচ্ছে।
বেকারত্বের বাজারে রাজ্যে চাকরিহীন প্রচুর যুবক-যুবতী। এদিকে যশোদাময়ী উচ্চ বিদ্যালয়ে গ্রুপ সি বিভাগে চাকরি করছিলেন আমতা বিধানসভার সাবসিট গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সাদ্দাম হোসেন।
নিজের চাকরি যাওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন তৃণমূল নেতা। তবে তিনি দাবি করেছেন, কোনও রকম প্রভাব না খাটিয়েই নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। বিদ্যালয়ে চাকরি করার আগে তিনি সেচ দপ্তরে চাকরি করতেন বলেও জানিয়েছেন।
চাকরি গেল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

মতামত দিন