রাজ্য জুড়ে মাত্র ৩ শতাংশ ডিএ বাড়ানোর প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করেছে রাজ্যের সরকারি কর্মীদের একটি অংশ। ভাঙর হাই স্কুল ও ভাঙর বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও কর্মবিরতির ডাক দিয়েছিলেন। শুক্রবার কর্মবিরতি চলাকালীন স্কুলে আচমকাই ঢুকে পড়েন এলাকার দাপুটে তৃণমূল নেতা ও ভাঙর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সাবিরুল।
ভাঙর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা মন্ডল জানান বালিকা বিদ্যালয়ে ঢুকতে গেলে আগে থেকে জানাতে হয়। সাবিরুল তা না করে একদল অনুগামীকে নিয়ে বিনা অনুমতিতে বিদ্যালয়ে ঢুকে অসম্মানজনক কথা বলেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষিকা।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
ভাঙরে গার্লস স্কুলে ঢুকে ডিএ চাওয়া শিক্ষিকাদের ধমক, পড়ুয়ারা আতঙ্কে

মতামত দিন